অবৈধ গ্যাস সংযোগের মূল উৎপাটনের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কালিগঞ্জ, আগানগর, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, চাঁদনী হাউজিং, হরিহরপাড়া, এনায়েতনগর, ফতুলস্না, চাষাঢ়া, আটি হাউজিং, সিদ্ধিরগঞ্জ, তিনগাঁও, বাজবি, দুপ্তারা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, মজিদপুর, জামসিং, সাভার। সারদাগঞ্জ, কাশিমপুর, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, কড্ডা, কোনাবাড়ি গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা গত ৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪৬টি শিল্প, ২৭টি বাণিজ্যিক ও ৩১৮৯টি আবাসিকসহ মোট ৩২৬২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭৯৮৭টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, উক্ত অভিযানসমূহে ১৬ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি