ভ্রমণ, পর্যটন ও হসপিটালিটি এওয়ার্ডের সঙ্গে যুক্ত হলো প্রাইম ব্যাংক

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রথম ভ্রমণ, পর্যটন ও হসপিটালিটি এওয়ার্ড-২০২৪ আয়োজনে বাংলাদেশ মনিটরের সঙ্গে যুক্ত হলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। এই এওয়ার্ড প্রোগ্রামের অন্যতম লক্ষ্য হলো- পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন খাতের সেরা পারফরমারদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা। ৫ অক্টোবর এওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ২৫টি ক্যাটাগরিতে মোট ৩১টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) চেয়ারম্যান পীটার এ. সিমন। মোট ১৮৪টি এন্ট্রির মধ্য থেকে বিভিন্ন পেশা ও সামাজিক গ্রম্নপের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করে। বিচার প্রক্রিয়া কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল প্রেজেন্টেশনের গুণগত মান, অনলাইন পাবলিক ভোটিং, বিশেষজ্ঞদের মতামত। বিভিন্ন ক্যাটাগরিতে রেকর্ডসংখ্যক ১০৮,০০০ হাজার ভোট পড়ে। বিজ্ঞপ্তি