বিসিসিসিআইর নতুন সভাপতি খোরশেদ আলম

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। এতদিন সংগঠনের উপদেষ্টা এবং আর্বিট্রেশন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। গত রোববার সংগঠনের নির্বাহী কমিটির বৈঠকে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। বস্ত্র খাতের বড় শিল্প প্রতিষ্ঠান লিটিল গ্রম্নপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। বস্ত্র খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক এবং সংগঠনটির লোকাল স্পিনিং উইভিং, ডায়িং অ্যান্ড প্রসেসিং-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। তিনি ডাচ্‌ বাংলা ব্যাংকের সাবেক পরিচালক এবং আহ্‌ ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের গভর্নিং বডির সদস্য। বাংলাদেশ এবং চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে কাজ করে থাকে বিসিসিসিআই। ২০০৩ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৭০০। এর মধ্যে চীনা উদ্যোক্তা ব্যবসায়ী রয়েছেন ৫০০ জন। বিজ্ঞপ্তি