জলবায়ু কার্যক্রমে জার্মান দূতাবাসের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের পার্টনারশিপ

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং ফেডারেল রিপাবলিক অফ জার্মান দূতাবাস একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন এর অভিন্ন লক্ষ্য নিয়ে 'ইবিএল জলবায়ু পরিবর্তন কার্যক্রম এওয়ার্ড' বিষয়ে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা করবে। প্রতি বছর এই এওয়ার্ড প্রদান করা হবে। এর লক্ষ্য হলো- জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় স্থানীয় কর্পোরেশন, উৎপাদনকারী প্রতিষ্ঠান, এনজিও এবং জলবায়ু এক্টিভিস্টদের অসাধারণ নেতৃত্ব এবং তাদের দ্বারা গৃহীত সফল জলবায়ু প্রকল্প ও উদ্যোগকে উদযাপন ও স্বীকৃতি প্রদান। বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার আজ ঢাকাস্থ জার্মান দূতাবাসে এতদসংক্রান্ত একটি 'জয়েন্ট ডিক্লারেশন অফ ইন্টেন্ট' স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি