শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করার :অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করার :অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, সরকারের উদ্দেশ্য হলো ব্যবসা-বাণিজ্যকে সহজ করা। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাতে বাণিজ্য সহজীকরণ, ট্যারিফ হ্রাস, শিপিং সুবিধা, বন্দরের জটিলতা এবং যানজট নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়াও ক্যাশলেস লেনদেন বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।

ড. সালেহ উদ্দিন বলেন, গত ১৬ বছরে কোনো নিয়মনীতি মানা হয়নি। এ কারণে ব্যাংকগুলোতে ১৮ হাজার কোটি টাকার ঘাটতি সৃষ্টি হয়েছে। আমরা প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। একই সঙ্গে ব্যবসা ক্ষেত্রে অপ্রয়োজনীয় বাধা দূর করার প্রয়াসও থাকবে।

যানজটের প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার গুলশান-বনানী এলাকায় অনেক সময় উল্টো পথে গাড়ি চলতে দেখা যায়। ১৮ কোটি মানুষের জন্য ১ কোটি ট্রাফিক পুলিশ নিয়োগ সম্ভব নয়। তাই সবার মধ্যে সিভিক সেন্স বা নাগরিক শিষ্টাচার বাড়াতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে