এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
এনসিসি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সিএমএসএমই রিলেশনশিপ ম্যানেজারদের জন্য দিনব্যাপী 'সিএমএসএমই, সাসটেইনেবল ফাইন্যান্স এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, ইভিপি ও হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ইমার্জিং বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান আলী তারেক পারভেজ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি এবং নারী ব্যাংকিং ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট প্রধান নিগাত মমতাজ, হেড অব সিআরএম-সিএমএসএমই মো. সোলায়মান-আল-রাজী এবং হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম ছিলেন। চট্টগ্রাম অঞ্চলের শাখা পর্যায়ের মোট ৬৩ জন সিএমএসএমই রিলেশনশিপ ম্যানেজার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন ব্যাংকিং ব্যবসার বর্তমান প্রেক্ষাপটে সিএমএসএমই খাতসহ সবুজ ও টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই সেক্টরের অবদানের কথা উলেস্নখ করেন। বিজ্ঞপ্তি