সাউথইস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
সাউথইস্ট ব্যাংক পিএলসির ২৯তম (ভার্র্চুয়াল) বার্ষিক সাধারণ সভা ২৫ সেপ্টেম্বর ডিজিটাল পস্ন্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ সভাপতিত্ব করেন। সভায় ডিজিটাল পস্ন্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো: আকিকুর রহমান, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক এম. এ. কাশেম, ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক আজিম উদ্দিন আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস দুলুমা আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস জোসনা আরা কাশেম, পর্ষদের পরিচালক- মিসেস রেহানা রহমান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্সু্যরেন্স লিঃ), স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় আরও সংযুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব একেএম নাজমুল হায়দার। ব্যাংকের সম্মানিত উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডাররা ডিজিটাল পস্ন্যাটর্ফমে মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন ২৯তম (ভার্চুয়াল) বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল পস্ন্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০২৩ সালে ব্যাংকের পরিচালন ফলাফলের ওপর আলোকপাত করেন। তিনি ব্যাংক কর্তৃক গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৌশল উপস্থাপন করেন যা ব্যাংকের পরিচালনগত দক্ষতা ও সম্পদের গুণগতমান বৃদ্ধিতে সহায়তা করবে। ব্যাংকের ২৯তম (ভার্চু্যয়াল) বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল পস্ন্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারদের সর্বসম্মত ভোটে ৬% নগদ লভ্যাংশ ও ৪% বোনাস লভ্যাংশ এবং ২০২৩ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি