সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ও কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
ব্যাংকগুলোকে এ নির্দেশনা পাঠিয়ে আনিসুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী ও মেয়ে আনিছা জামানের মালিকানাধীন কোম্পানির লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করতে বলা হয়েছে।
বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী-কন্যা এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেগুলোর হিসাব সংক্রান্ত তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।
এর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ইউসিবির চেয়ারম্যান রুকমিলা জামানের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছিল বিএফআইইউ।
আনিসুজ্জামান ইউসিবির পরিচালক ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে দেওয়া হয়।