পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অর্থ-বাজার রিপোর্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। লেনদেন শেষে মঙ্গলবার ২৩.৫৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৭.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৭.৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৮.১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৯.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। অর্থাৎ পুঁজিবাজারে এদিন ২৩.৫৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৭২৯টি শেয়ার ১ লাখ ৯৩ হাজার ৬২৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ৬৩ লাখ ১ হাজার টাকা। গত কার্যদিবসে অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ডিএসই'র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৫.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৭৬০.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৭৩.৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৯৬.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১২টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয় ৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৮.১৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৩১ লাখ ৫ হাজার ৩৪০টি শেয়ার ১ লাখ ৭৮ হাজার ৫৯৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৭৪ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার টাকা। সে হিসেবে এদিন লেনদেন বেড়েছে ৪৪ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকা। এদিকে গতকাল দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৫ শতাংশ বা ৪১.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ১৪৫.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। এদিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৩ লাখ ২৪ হাজার ৮৬১ টাকা।