আবু রেজা মো. ইয়াহিয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি স্যোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার দায়িত্বকালে কোম্পানি সেক্রেটারি, ক্যামেলকো ও চিফ ল অফিসার হিসেবে কাজ করেন। দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে তিনি এই দুটি ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডিভিশন, ডেভেলপমেন্ট উইং, রিটেইল ইনভেস্টমেন্ট উইং ও লিগ্যাল ডিপার্টমেন্টে পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ইয়াহিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স) এবং এলএল.এম ডিগ্রি অর্জন করেন। সভা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুব্ধ করতে তিনি আমেরিকা, চীন, সিঙ্গাপুর, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ইয়াহিয়ার লেখা 'টেকসই ব্যাংকিং', 'দি আর্ট অব হ্যাপি লাইফ' ও 'ফিটনেসের সাতকাহন' ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বিজ্ঞপ্তি