দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হয়েছে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক 'ডিএসইএক্স' শূন্য দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৪ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মাঝে শরিয়াহ সূচক 'ডিএসইএস' ৫ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৩ পয়েন্টে আর 'ডিএস৩০' ১১ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।
রোববার লেনদেন হওয়া ৪০০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১০৯টির, কমেছে ২৩৩টির অপরদিকে অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির বাজারদর।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- অগ্নি সিস্টেম, তৌফিকা ফুড, জিপি, সোনালি আঁশ, লিন্ডে বিডি, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সায়হাম কটন, খান ব্রাদার্স পিপি ও ইবনে সিনা ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, ইসলামিক ফাইন্যান্স, তৌফিকা ফুড, জেনেক্স ইনফোসিস, এফবিএফআইএফ, রহিম টেক্সটাইল, সায়হাম কটন, হাইডেলবার্গ মেটারিয়েলস ও ওরিয়ন ইনফিউশনস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- হামিম ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, ডমিনোজ স্টিল, কাশেম ইন্ডাস্ট্রিজ, সোনালি পেপার, লিব্রা ইনফিউশন, সোনালি লাইফ ইন্সু্যরেন্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ও এনটিসি।