লন্ডনভিত্তিক দ্য গেস্নাবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (গিফা) ২০২৪-এ 'মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৪' অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ১৭ সেপ্টেম্বর মালদ্বীপের প্যারাডাইজ আইল্যান্ডে আয়োজিত গেস্নাবাল ইসলামিক ফাইন্যান্স সামিটে এই পুরস্কার প্রদান করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও র্কমর্কতারা অনুষ্ঠানে অংশ নেন। অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট হাতে ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উলস্নাহ আল মাসুদ ও ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, শরী'আহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. এম. কামাল উদ্দীন জসীম ও মুহাম্মদ সাঈদ উলস্নাহ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি