শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ইসলামী ব্যাংককে ৫০০ কোটি টাকার বন্ড ইসু্যর অনুমতি

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইসলামী ব্যাংককে ৫০০ কোটি টাকার বন্ড ইসু্যর অনুমতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক পিএলসি'র সাব-অর্ডিনেটেড বন্ড ইসু্যর বিষয়ে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বন্ড ইসু্যর মাধ্যমে ব্যাংকটি ১ হাজার কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ইসু্যর জন্য অনাপত্তিপত্র দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গত ২৪ এপ্রিল ইসলামী ব্যাংকের পর্ষদ ১ হাজার কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইসু্যর সিদ্ধান্ত নিয়েছিল। প্রাইভেট পেস্নসমেন্টের মাধ্যমে অবসায়নযোগ্য ও রূপান্তর অযোগ্য এ সাব-অর্ডিনেটেড বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থে টায়ার টু মূলধনভিত্তি শক্তিশালী করার কথা জানিয়েছিল ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অনাপত্তি দেওয়ার সময় বন্ডের অর্থের পরিমাণ ৫০০ কোটি কমিয়ে ৫০০ কোটি টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) আয় হয়েছে ২ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৬ পয়সায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে