দেশের তিস্তা-ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলের তরুণদের প্রশিক্ষণ সুবিধার জন্য ডিজিটাল চ্যানেলে উপবৃত্তি প্রদান সহজতর করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক, প্রভাতী৩-এলজিইডি এবং বিকাশ লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১১ সেপ্টেম্বর এলজিইডি কার্যালয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন- ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উলস্নাহ খান, বিকাশ লিমিটেডের চিফ কমাশিয়াল অফিসার আলী আহমেদ এবং প্রভাতী৩-এলজিইডির প্রকল্প পরিচালক মো. আনিসুল ওয়াহাব খান। এই চুক্তির অধীনে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) অর্থায়নে প্রভাতী৩ (পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ইনফ্রাস্ট্রাকচার, দক্ষতা ও তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিতে কাজ করে যারা) প্রকল্পের সুবিধাভোগীরা এখন থেকে বিকাশ অ্যাপের মাধ্যমে তাদের প্রশিক্ষণের উপবৃত্তি পাবেন, যেখানে ব্র্যাক ব্যাংক প্রাপকদের অর্থের যথাযথ নিরাপত্তা প্রদানের মাধ্যমে সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে। এই চুক্তিটি দেশের হাজার হাজার সুবিধাভোগীদের কল্যাণ এবং শিক্ষা সহায়তায় সুযোগ প্রদানের মাধ্যমে তাদের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলজিইডি থেকে আরও উপস্থিত ছিলেন- প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ এবং শেখ মুজাক্কা জাহের। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মেজর মোহাম্মদ আরিফ চৌধুরী (অব.)। বিকাশ লিমিটেডের পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নমেন্ট ডিজবার্সমেন্টের ভাইস প্রেসিডেন্ট আশিক ইকবাল। বিজ্ঞপ্তি