শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ২৮ শতাংশ

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ২৮ শতাংশ

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। এর পর থেকে বাংলাদেশের নানা খাতে অস্থিরতা বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে গত আগস্টে বাংলাদেশে ভারতের রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশ কমে ৬৮ কোটি ১০ লাখ ডলারে দাঁড়িয়েছে। যদিও গত বছর একই সময়ে রপ্তানি হয়েছিল ৯৪ কোটি ৩০ লাখ ডলার। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে বিভিন্ন বিক্ষোভ ও সংঘাতের কারণে আরও গভীর হয়েছে বৈদেশিক মুদ্রার সংকট, এরই জেরে আগস্টে ভারতের রপ্তানি কমেছে। মূলত বস্ত্র ও পোশাক পণ্যের রপ্তানি আদেশ কমায় এ পতন হয়েছে।

বিশেষ করে বাংলাদেশে ভারতের প্রধান রপ্তানি পণ্য তুলা রপ্তানি কমেছে প্রায় ১০ শতাংশ। গত আগস্টে ভারতের তুলা রপ্তানির পরিমাণ ছিল ১০০ কোটি ডলার, যেখানে গত বছরের আগস্টে ছিল ১১১ কোটি ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে