ডিসেম্বরে ঢাকায় 'এনআরবি ওয়ার্ল্ড সামিট'
প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অর্থ-বাণিজ্য রিপোর্ট
আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বছরের সবচেয়ে বড় আয়োজন 'এনআরবি ওয়ার্ল্ড সামিট'। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা, ব্যবসায়ীসহ নানা পেশার পেশাজীবীদের পাশাপাশি এই আয়োজনে দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সরকারের নীতিনির্ধারকরাও অংশ নেবেন।
'এনআরবি ওয়ার্ল্ড সামিট'-এর আয়োজক প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় পস্ন্যাটফর্ম 'গেস্নাবাল এনআরবি ওয়ার্ল্ড'। সহ-আয়োজক হিসেবে আছে রপ্তানি উন্নয়ন বু্যরো, গেস্নাবাল এনআরবি চেম্বার, বিজনেস আমেরিকা ম্যাগাজিন ও বিজনেস এশিয়া ম্যাগাজিন।
দিনব্যাপী এই সামিটে নানা আয়োজনের পাশাপাশি থাকবে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি, জবসহ বেশ কিছু বিষয়ভিত্তিক সেমিনার। সেসব সেমিনারে কি নোট স্পিকার এবং আলোচক হিসেবে অংশ নেবেন সংশ্লিষ্ট সেক্টরের দেশ ও প্রবাসের বরেণ্য সব ব্যক্তিত্ব। পাশাপাশি এই আয়োজন থেকে প্রদান করা হবে 'গেস্নাবাল এনআরবি অ্যাওয়ার্ড'। বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের গেস্নাবাল এনআরবি অ্যাওয়ার্ডস প্রদান করা হবে।
গেস্নাবাল এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম জানিয়েছেন, 'আমাদের এবারের এনআরবি ওয়ার্ল্ড সামিটের প্রধান লক্ষ্য হচ্ছে দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ রচনা। আর বিষয়টি আমরা দ্বিমুখী সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চাই। প্রবাসে যারা বড় ব্যবসায়ী এবং উদ্যোক্তা আছেন আমরা যেমন তাদের দেশে বিনিয়োগ করার বিষয়ে উৎসাহিত করার প্রয়াস চালাব পাশাপাশি বিভিন্ন সেক্টরের দক্ষ প্রবাসী পেশাজীবীরা যাতে দেশীয় উদ্যোক্তাদের কাজে লাগতে পারেন সেই চেষ্টাও থাকবে আমাদের।
আর সেজন্যই এই সামিটের আয়োজন। দেশ ও প্রবাসের নানা পেশার মানুষের মধ্যে পারস্পরিক নেটওয়ার্কিংয়ের অসামান্য সুযোগ তৈরি করবে এনআরবি ওয়ার্ল্ড সামিট।'
আয়োজক সূত্রে জানা গেছে, এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪-এ প্রায় ৫০টি দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি অংশ নেবেন।