রপ্তানি উন্নয়ন বু্যরো কর্তৃক হালাল পণ্যের বাজার সম্প্রসারণ ও রপ্তানিতে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণসংক্রান্ত বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বয়ে ১১ সেপ্টেম্বর বু্যরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বব্যাপী হালাল পণ্য রপ্তানির বিদ্যমান অবস্থা, রপ্তানি বাজার সম্প্রসারণ, রপ্তানিসংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীকরণ, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, হালাল সনদ প্রাপ্তিতে সমস্যা চিহ্নিতকরণ ও সেবা সহজীকরণ, রপ্তানিতে নীতি সহায়তা সংক্রান্ত বিষয়ে এবং মুসলিম বিশ্বে হালাল পণ্য রপ্তানির পাশাপাশি অমুসলিম দেশসমূহেও কীভাবে হালাল পণ্যের রপ্তানি বৃদ্ধি করা যায় সে বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়। সভায় হালাল পণ্যসংক্রান্ত সরকারি ও বেসরকারি পর্যায়ের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি