পুঁজিবাজারে দরপতনে সপ্তাহ শুরু

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিনশেষে ৪২.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৪.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১১.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ্‌ সূচক ১.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৬.৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৫.৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪২.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ১৫৮টি শেয়ার ১ লাখ ৯২ হাজার ৫৫৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার টাকা। গত কার্যদিবসে অর্থাৎ ১২ সেপ্টেম্বর ডিএসই'র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৭২৬.৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৪৫.৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১০০.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৫৮টির, কমেছিল ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৯.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৭৪৫টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৯৭৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৩৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার টাকা। সে হিসাবে গতকাল লেনদেন কমেছে ৬৪ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার টাকা। এদিকে রোববার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ২১.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ১১৮.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৩টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। দিনশেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ৮২ হাজার ২৫৯ টাকা।