সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লিন্ডে বিডি

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য রিপোর্ট
বিদায়ী সপ্তাহে অর্থাৎ ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে লিনডে বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৮ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১১ শতাংশ। এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ১৯ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ১৯ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ১৬ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা, গ্রামীণফোনের ১৫ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১৪ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকা, রাকমি ল্যাবরেটরিজের ১৪ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।