ভারতে রেকর্ড সয়াবিন উৎপাদনের সম্ভাবনা

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
অনুকূল বর্ষা ও স্বাভাবিক আবহাওয়ায় ভারতে ২০২৪-২৫ বিপণনবর্ষে রেকর্ড সয়াবিন উৎপাদন হতে পারে। সম্প্রতি এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। এফএসের পূর্বাভাস অনুযায়ী, ভারতে চলতি বছর ১ কোটি ২৮ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে। সংস্থাটির এ পূর্বাভাস গত বছরের রেকর্ড ফসলের তুলনায় এক লাখ টন বেশি। পূর্বাভাসে সংস্থাটি আরও জানায়, এবারের বর্ষা সয়াবিন রোপণে ইতিবাচক প্রভাব ফেলেছে। এ বিপণনবর্ষে পণ্যটির আবাদযোগ্য অঞ্চল বেড়েছে ১ শতাংশ। এ সময় হেক্টরপ্রতি সয়াবিনের গড় ফলন গত বছরের তুলনায় কিছুটা বেড়ে দশমিক ৯৮ টনে পৌঁছতে পারে।