বিশ্ববাজারে স্বর্ণের দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি ২,৯৫০ ডলারে
প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অর্থ-বাণিজ্য ডেস্ক
পুঁজিবাজার ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতে ব্যাপক হারে বিনিয়োগ বাড়িয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা। তবে এ দুই খাতের বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক নয়, বাবল হিসেবেই দেখছেন তারা। এ অবস্থায় তাদের আশঙ্কা, সামনের দিনগুলোয় তারা প্রত্যাশার তুলনায় কম লাভ অথবা উলেস্নখযোগ্য ক্ষতির মুখোমুখি হতে পারেন। ফলে পুঁজিবাজার ও এআই খাত থেকে বেরিয়ে মার্কিন ব্যবসায়ীরা স্বর্ণের বাজারে বিনিয়োগ বাড়াতে পারেন। এতে সামনের দিনগুলোয় আরও ঊর্ধ্বমুখী হতে পারে মূল্যবান ধাতুটির দাম। আউন্সপ্রতি মূল্য পৌঁছতে পারে ২ হাজার ৯৫০ ডলারে।
সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছেন ফাইন্যান্সিয়াল কনসাল্টেন্সি কোম্পানি জিল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা অ্যাডাম হ্যামিল্টন। খবর বিটকয়েনডটকম।
অ্যাডাম হ্যামিল্টন বলেন, 'পুঁজিবাজার ও এআই বাবল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা স্বর্ণের বাজারে বিনিয়োগ বাড়াবে। ফলে ঊর্ধ্বমুখী চাহিদায় বাড়বে মূল্যবান ধাতুটির দাম। এরই মধ্যে স্বর্ণের ভূরাজনৈতিক ও বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে প্রধান চাহিদা ছাড়াই আন্তর্জাতিক বাজারে কিছুদিন আগেই রেকর্ড সর্বোচ্চ হয়েছে স্বর্ণের দাম।'
মাইনিংডটকমে প্রকাশিত একটি নিবন্ধে অ্যাডাম হ্যামিল্টন বলেন, 'গত ১১ মাসেরও কম সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৩৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। স্বর্ণের বুলিয়নের বাজার মূলত চীনের বিনিয়োগকারী ও অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের বাড়তি ক্রয়ের কারণে ঊর্ধ্বমুখী হয়েছে।'
তিনি আরও বলেন, 'স্বল্পমেয়াদে চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ পুঁজিবাজারে পতনের সময় স্বর্ণের দাম বাড়তে থাকে।' অ্যাডাম হ্যামিল্টন আরও জানান, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মন্দার আশঙ্কা বাড়ছে। এতে ডলারের বিনিময় হার আরও কমে যাবে। ফলে বিশ্ববাজারে আরও ঊর্ধ্বমুখী হবে স্বর্ণের দাম। এদিকে বৃহস্পতিবার সিএনবিসি খাত সংশ্লিষ্টদের বরাত দিয়ে স্বর্ণের মূল্যবৃদ্ধির বেশকিছু কারণ জানিয়েছে। এর মধ্যে উলেস্নখযোগ্য হলো মার্কিন মুদ্রাস্ফীতির তথ্য।