রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

আম রপ্তানিতে বাংলাদেশকে সহায়তা করতে চায় এফএও

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আম রপ্তানিতে বাংলাদেশকে সহায়তা করতে চায় এফএও

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের আম রপ্তানিতে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশকে তাদের 'ওয়ান কান্ট্রি, ওয়ান প্রোডাক্ট' (ওসিইপি) প্রকল্পের অধীনে আম রপ্তানিতে সহায়তা করবে। সংস্থাটির প্রতিনিধিরা ১১ সেপ্টেম্বর রাজধানীতে অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ থেকে বিভিন্ন ফসল রপ্তানিকে আরও বহুমুখীকরণ ও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ দেখান।

এর জবাবে উপদেষ্টা বলেন, 'আম ছাড়াও আমরা প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদন করি, যা রপ্তানি তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় এফএওকে পূর্ণ সহযোগিতা করবে। ড. জিয়াওকুন শির নেতৃত্বাধীন দলটি সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সেখানে সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষির উন্নয়ন ও কৃষিতে প্রযুক্তিগত পরামর্শ, সহায়তা এবং কৃষিপণ্যের রপ্তানি আরও বহুমুখী করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে