রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
শেয়ারবাজার

বড় উলম্ফনের পর সামান্য দর বৃদ্ধি

ডিএসইতে ৬২৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে
অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বড় উলম্ফনের পর সামান্য দর বৃদ্ধি

টানা ৬ কর্মদিবস পতনের পর আগেরদিন মঙ্গলবার শেয়ারবাজারে বড় উত্থান হয়েছিল। আগেরদিনের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছিল ৭৩ পয়েন্টের বেশি। সেই ধারাবাহিকতায় বুধবারও শেয়ারবাজারে বড় উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টার মধ্যে ডিএসইর সূচক ৪১ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। দিনশেষে মাত্র ১১ পয়েন্ট ইতিবাচক থাকে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দুপুর ১টার কিছু পর ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট নেমে যায়। এই সময়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছু আতঙ্ক দেখা যায়। তবে আধা ঘণ্টার পরই সূচক আবার আগের দিনের চেয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরে যায়। এরপর মিশ্র প্রবণতায় থেকে সামান্য উত্থানে অর্থাৎ মাত্র ১১ পয়েন্ট ইতিবাচক থাকে। তবে এদিন আগের দিনের তুলনায় লেনদেন ইতিবাচক থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম নেতিবাচক থাকে।

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭০৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ্‌ সূচক ডিএসইএস ৫.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৬২৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬২ কোটি ৭২ লাখ টাকার। লেনদেন বেড়েছে ৬২ কোটি ৪৩ লাখ টাকার বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৭২টির ও দর পরিবর্তন হয়নি ৬২টির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে