ভার্চুয়াল পস্ন্যাটফর্মে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে ৯ সেপ্টেম্বর ব্যাংকের বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, এফসিএমএ। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মাকসুদা বেগম, মো. আনোয়ার হোসেন, এফসিএ এবং মো. মোরশেদ আলম খন্দকার। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুলস্নাহ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যান্যের সঙ্গে যুক্ত ছিলেন সব শাখার অপারেশন ম্যানেজার, জিবি ইনচার্জ, ফরেন ট্রেড ইনচার্জ, ইনভেস্টমেন্ট ইনচার্জ, ক্যাশ ইনচার্জরা এবং উপশাখাসমূহের ইনচার্জরা। সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম ব্যাংকের সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যাংকের প্রতি তাদের অকুণ্ঠ আস্থা ও ভালোবাসার জন্য। গ্রাহকদের ধৈর্যশীলতার ভূঁয়সী প্রশংসা করে তিনি গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। বিজ্ঞপ্তি