সাপ্তাহিক দরপতনের শীর্ষে নিউলাইন ক্লোথিংস

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
বিদায়ী সপ্তাহে (০১-০৫ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মাঝে দরপতনের শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে। সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ১৯ দশমিক ১৭ শতাংশ দরপতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা পাওয়ার এবং ১৬ দশমিক ৩৬ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস। সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্য কোম্পানিগুলো হলো: কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো গ্রিন সুকুক, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং জুট স্পিনার্স লিমিটেড।