কীটনাশকে শতভাগ আলুতে ১৩ ও পেঁয়াজে ৫% শুল্ক প্রত্যাহার
প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অর্থ-বাণিজ্য রিপোর্ট
কীটনাশকে সম্পূর্ণ, আলুতে ১৩ শতাংশ এবং পেঁয়াজে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
এনবিআর সূত্র জানিয়েছে, আলুতে কাস্টমস ডিউটি (সিডি) ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমানো হয়েছে। এ ছাড়া আগে এই পণ্যটির ওপর প্রযোজ্য থাকা ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি (আরডি) সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে পণ্যটিতে মোট শুল্ক কমানো হলো ১৩ শতাংশ।
প্রসঙ্গত, আমদানি পর্যায়ে পেঁয়াজে ৫ শতাংশ কাস্টমস ডিউটি (সিডি) ও ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি ছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের।
এদিকে দেশে বেশ কয়েক মাস ধরে পেঁয়াজ-আলু ও ডিমের দাম বেশি। এর মধ্যে চলমান বন্যায় কৃষি উৎপাদন ক্ষতির মুখে পড়ায় এই তিন পণ্যের নতুন করে সরবরাহ বিঘ্ন্ন ঘটায় কিছু স্থানে পণ্যগুলোর দাম বাড়ছে। দাম আরও বৃদ্ধির ঝুঁকিও তৈরি হয়েছে। এ অবস্থায় পণ্য তিনটির আমদানিতে বিদ্যমান শুল্ক প্রত্যাহার করে আমদানি উন্মুক্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে এই চিঠি দিয়েছিল। এ বিষয়ে বাণিজ্য সচিব সেলিম উদ্দিন বলেন, আমরা প্রস্তাব পাঠিয়েছি। এনবিআর কাজ করছে। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করছি।