শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বস্ত্র ও পাট খাতে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বস্ত্র ও পাট খাতে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগ করতে চায় পাকিস্তান। গতকাল সচিবালয়ে বস্ত্র ও পাট এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পরে সাক্ষাতের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, 'বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত বাংলাদেশে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোয় পাকিস্তানি বিনিয়োগকারীদের বিনিয়োগে এগিয়ে আসতে বলেছেন। বিনিয়োগকারীরা এসব মিলিয়ে পাট ও বস্ত্রসহ অন্য সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ করতে পারে।'

জবাবে পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের পাট থেকে তৈরি সোনালি ব্যাগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি আগামী অক্টোবরে পাকিস্তানে অনুষ্ঠেয় টেক্সটাইল এক্সপোয় অংশগ্রহণ করতে বাংলাদেশকে আগাম আমন্ত্রণ জানান। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে গুরুত্বারোপ করেন এবং বহুমুখী পাটজাত পণ্য পাকিস্তানে আমদানি করার জন্য দেশটির ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।

মন্ত্রণালয়ের জেডিপিসির প্রদর্শনী সেন্টারে দুই শতাধিক বৈচিত্র্যপূর্ণ পাটজাত পণ্য আমদানিতে পাকিস্তানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এরপর পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের মধ্যে সরাসরি নৌ-পরিবহণ ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। তিনি দাবি করেন, এতে দুই দেশের আর্থসামাজিক সম্পর্ক এগিয়ে যাবে। এ লক্ষ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন ও পাকিস্তান শিপিং করপোরেশন যৌথভাবে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন আহমদ মারুফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে