আন্দোলনে আহত ছাত্র-জনতার পাশে এনআরবিসি ব্যাংক
প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার স্বৈরাচার পতন আন্দোলনে আহত ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক। আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ৫০ লাখ টাকা প্রদান করা হয়েছে। সোমবার, এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ৪৩ জন আন্দোলনকারীকে ওই অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, পরিচালক লকিয়ত উল্যাহ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি কবীর আহমেদ, হারুনুর রশীদ ও মো. হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক আব্দুলস্নাহ আল মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুলস্নাহ, সাদিক কায়েম, শফিউল আলমসহ অন্য সমন্বয়ক ও সহ-সমন্বয়ক ছিলেন। বিজ্ঞপ্তি