মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জনতা ব্যাংকের কর্মশালা

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
জনতা ব্যাংক পিএলসির সব মহাব্যবস্থাপকদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ পরিপালন বিষয়ে অধিকতর সচেতন করার লক্ষ্যে শনিবার জনতা ব্যাংক স্টাফ কলেজে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দুইজন যুগ্ম পরিচালক, জনতা ব্যাংক পিএলসি'র প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা বক্তব্য রাখেন। দিনব্যাপী ওয়ার্কসপে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, ট্রেড বেইজড মানিলন্ডারিং প্রতিরোধ, বিগত দিনগুলোতে ঘটে যাওয়া এ বিষয়ক আর্থিক অনিয়মসমূহের বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আদান প্রদান এবং সেসব অনিয়ম দূরীকরণে কী কী ধরনের পদক্ষেপ নেওয়া যেত সে বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে এ বিষয়ে অধিকতর সচেতন থাকার ব্যাপারে গুরত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি