বিপুল পরিমাণে ত্রাণসামগ্রী ও স্বাস্থ্যসেবা উপকরণ নিয়ে বন্যাকবলিত মানুষকে মানবিক সেবা প্রদানে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পাস)।
প্রায় ১০ সদস্যের একটি টিম এসব ত্রাণসামগ্রী নিয়ে শনিবার বন্যাকবলিত অসহায় মানুষকে সহায়তা দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিকট টিএসসি সন্নিকটে অস্থায়ী ত্রাণ সংগ্রহ কেন্দ্রে হস্তান্তর করে। ক্যাম্পসের সভাপতি দেশের বরেণ্য কিডনি বিশেষজ্ঞ এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয়প্রধান অধ্যাপক ডা. এমএ সামাদ এ দলের নেতৃত্ব দেন। ক্যাম্পাসের নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন ও অন্য কর্মকর্তাসহ মোট ১০ বিশিষ্ট দল এ কাজে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি