মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএটিবিসি

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএটিবিসি

জন্মাষ্টমী উপলক্ষে বিদায়ী সপ্তাহের সোমবার (২৬ আগস্ট) শেয়ারবাজার বন্ধ ছিল। যে কারণে বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।

এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৭৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৭১ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩৩ শতাংশ।

এ ছাড়া প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেনাটা লিমিটেডের ৩২ কোটি ৬৪ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২৮ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা, এমজেএল বাংলাদেশের ২৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ২১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৯ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১৩ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা এবং যমুনা ব্যাংক পিএলসির ১২ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে