মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

বাজার মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা

সাপ্তাহিক শেয়ারবাজার
অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাজার মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) গড়ে লেনদেন আগের সপ্তাহের তুলনায় চার ভাগের এক ভাগ বেড়েছে।

পাশাপাশি সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে ৬ হাজার কোটি টাকার বেশি। একই সঙ্গে ডিএসইর সব সূচকে ইতিবাচক ধারা বজায় ছিল। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এমন তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে প্রতি কর্মদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৪১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গঙে লেনদেন হয়েছিল ৭৯২ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কর্মদিবসে গড় লেনদেন বেড়েছে ২৬.৯৩ শতাংশ বা ১৬৮ কোটি ১৩ লাখ টাকা।

সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি ৫৪ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৮৩১ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭৪৯ কোটি টাকা বা ০.৯৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ১৭০ কোটি ১৮ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ১২২ কোটি ৫ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ১৩ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০৪.৫০ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৪.১২ পয়েন্ট। আর ডিএসইএস সূচক বেড়েছে ২২.১৮ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯৩টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

সপ্তাহটিতে ডিএসইতে লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৭৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানির প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৭১ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩৩ শতাংশ।

এ ছাড়া প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেনাটা লিমিটেডের ৩২ কোটি ৬৪ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২৮ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা, এমজেএল বাংলাদেশের ২৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ২১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৯ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১৩ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা এবং যমুনা ব্যাংক পিএলসির ১২ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ার দর ২৮.৯৬ শতাংশ বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্সের ২১.৫০ শতাংশ, প্রগতি লাইফ ইন্সু্যরেন্সের ১৭.৯৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১৭.৫০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১৬.৯৮ শতাংশ, এমজেএল বাংলাদেশের ১৬.৮৯ শতাংশ, এক্সপ্রেস ইন্সু্যরেন্সের ১৪.৮১ শতাংশ, প্যারামাউন্ট ইন্সু্যরেন্সের ১৪.৭৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সু্যরেন্সের ১৪.৩৯ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সু্যরেন্স লিমিটেডের ১৩.৮৩ শতাংশ শেয়ার দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ার দর ১৩.৮৯ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ৯.৯২ শতাংশ, খুলনা পাওয়ারের ৯.৭৭ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৯.৭৬ শতাংশ, ম্যারিকোর ৯.১৯ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৭.২৫ শতাংশ, জুট স্পিনার্সের ৭.২১ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬.৪১ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬.৩৩ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের ৬.০০ শতাংশ শেয়ার দর কমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে