এক বছরে আদানির সম্পদ বেড়েছে ৯৫ শতাংশ

প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
ভারতীয় ধনকুবেরদের সম্পদ অর্জনের লড়াইয়ে মুকেশ আম্বানিকে হারিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন গৌতম আদানি। হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের সাম্প্রতিক সংস্করণ অনুসারে, সর্বশেষ এক বছরে আদানি পরিবারের সম্পদ বেড়েছে ৯৫ শতাংশ। গত ৩১ জুলাই পর্যন্ত তাদের সম্পদের পরিমাণ ১১ লাখ ৬১ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের জানুয়ারিতে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের এক প্রতিবেদন প্রকাশের পর শেয়ারবাজারে বড় ধরনের পতনের মুখে পড়ে আদানি গ্রম্নপ। তা সত্ত্বেও ওই বছর আদানি পরিবারের অ্যাকাউন্টে জমা হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ৫০৩ কোটি রুপি। হুরুন ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হিন্ডেনবার্গের অভিযোগের পরও ঘুরে দাঁড়িয়েছে ৬২ বছর বয়সি গৌতম আদানি ও পরিবার। তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে পরিবারটি। আগের বছরের তুলনায় তাদের সম্পদ ৯৫ শতাংশ বেড়ে ১১ কোটি ৬১ হাজার ৮০০ কোটি রুপি হয়েছে। আদানি গত পাঁচ বছরে ভারতের শীর্ষ ১০ ধনীর মধ্যে সর্বোচ্চ সম্পদ বৃদ্ধি রেকর্ড করেছেন। এ সময় তিনি আয় করেছেন ১০ লাখ ২১ হাজার ৬০০ কোটি রুপি। গত এক বছরে আদানি গ্রম্নপের সব কোম্পানির শেয়ারে উলেস্নখযোগ্য মুনাফার প্রভাব পড়েছে সম্পদের মূল্যে। আদানি পোর্টসের শেয়ার দর বেড়েছে ৯৮ শতাংশ। বন্দরের কার্যক্রম হালনাগাদ করার পাশাপাশি নতুন বন্দর ও কনটেইনার টার্মিনালের অধিগ্রহণ এ খাতের গ্রম্নপটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।