এশিয়ার দেশগুলোতে জ্বালানি তেল আমদানি বাড়ার পূর্বাভাস

প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
শীর্ষ আমদানিকারক দেশ চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপানে উলেস্নখযোগ্য হারে চলতি মাসে জ্বালানি তেল আমদানি বেড়েছে। তবে আমদানি কমেছিল এশিয়ার দেশগুলোতে। যা গত মাসে কমে দুই বছরের সর্বনিম্নে নেমেছিল। তবে সেপটেম্বরে মাসে তা আবার বাড়তে পারে। এলএসইজি অয়েল রিসার্চের সংকলিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। এলএসইজি অয়েল রিসার্চের তথ্য অনুযায়ী, আগস্টে এশিয়ার দেশগুলোয় মোট জ্বালানি তেল আমদানির পরিমাণ হতে পারে দৈনিক গড়ে ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ব্যারেল, জুলাইয়ে যা ছিল ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ব্যারেল। বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ চীন। আগস্টে দেশটি আগের মাসের তুলনায় দৈনিক গড়ে ১০ লাখ ৫০ হাজার ব্যারেল বেশি জ্বালানি তেল আমদানি করতে পারে। এ সময় চীনের মোট আমদানি পৌঁছতে পারে দৈনিক গড়ে ১ কোটি ১০ লাখ ২০ হাজার ব্যারেলে। জুলাইয়ে দেশটি দৈনিক গড়ে ৯৯ লাখ ৭০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছিল, যা ২০২২ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। সংশ্লিষ্টরা জানান, শীতকালে ব্যবহারের জন্য পরিশোধিত জ্বালানি তেলের মজুত বাড়াতে আগস্টে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বাড়াতে পারে চীন। এছাড়া আগস্টে সরবরাহ চুক্তিতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কম থাকাও দেশটির আমদানি বৃদ্ধির একটি কারণ হতে পারে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গত ১২ এপ্রিল ৯২ ডলার ১৮ সেন্টে পৌঁছেছিল। এরপর গত ৪ জুন তা ৭৬ ডলার ৭৬ সেন্টে দাঁড়িয়েছে। সে সময় আগস্টের জন্য চুক্তিবদ্ধ জ্বালানি তেল কার্গো সরবরাহের সময়কাল হতে পারে। এলএসইজির ডাটা অনুযায়ী, ভারতে গত মাসে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি আগের মাসের তুলনায় বেড়েছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশটি চলতি মাসে দৈনিক গড়ে ৪৮ লাখ ৩০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানির পথে রয়েছে, জুলাইয়ে যা ছিল ৪৫ লাখ ৮০ হাজার ব্যারেল। এশিয়ার তৃতীয় বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দক্ষিণ কোরিয়া। গবেষণা সংস্থাটি জানায়, আগস্টে দেশটি দৈনিক গড়ে ২৮ লাখ ৪০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করতে পারে, জুলাইয়ে যা ছিল ২৬ লাখ ৫০ হাজার ব্যারেল। এছাড়া জাপান আগস্টে দৈনিক গড়ে ২৩ লাখ ৯০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানির পথে রয়েছে, জুলাইয়ে যা ছিল ১৯ লাখ ব্যারেল। চলতি মাসে দেশটির জ্বালানি তেল আমদানি আগের মাসের তুলনায় ২৬ শতাংশ বাড়তে পারে। শীতকালের মজুত বাড়াতে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বাড়িয়েছে এশিয়ার উন্নত অর্থনীতির এ দুই দেশ। এদিকে আগস্টে সৌদি আরব থেকে এশিয়ার দেশগুলো জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে। দেশটি থেকে এ সময় দৈনিক গড়ে ৪৮ লাখ ৯০ হাজার ব্যারেল আমদানির জন্য চুক্তিবদ্ধ হয়েছে এ অঞ্চলের দেশগুলো, যা জুলাইয়ে ছিল দৈনিক গড়ে ৪৬ লাখ ব্যারেল। তবে আগস্টে রাশিয়া থেকে এশিয়ার দেশগুলোর জ্বালানি তেল আমদানি কমে দৈনিক গড়ে ৩৬ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে, যা জুলাইয়ে ছিল ৩৭ লাখ ১০ হাজার ব্যারেল।