বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা-সহায়তার লক্ষ্যে নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপের আওতায় আন্দোলনে আহত ৪১৪ জন ব্যক্তির প্রত্যেককে ২৫,০০০ টাকা করে দিয়েছে ব্র্যাক ব্যাংক। এমন মানবিক পদক্ষেপ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে ব্যাংকটির অবিচল প্রতিশ্রম্নতির উদাহরণ। এর আগে ব্র্যাক ব্যাংক আহতদের চিকিৎসার জন্য ব্যাংকের সিএসআর তহবিল থেকে দুই কোটি টাকার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল। আহতদের কাছে এই অর্থ প্রেরণ এই উদ্যোগেরই অংশ। এই উদ্যোগে সহায়তা করেছে বিশ্বের বৃহত্তম এনজিও- ব্র্যাক। নিজেদের দক্ষ মাঠকর্মীদের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিটফোর্ড হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড পস্নাস্টিক সার্জারিসহ ঢাকার আটটি বড় হাসপাতাল পরিদর্শন করে আহতদের তথ্য সংগ্রহ করেছে ব্র্যাক। ব্র্যাক ব্যাংকের অর্থ সহায়তা পাওয়া ৪১৪ জনের মধ্যে ২৯৫ জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি ১১৯ জন দেশের অন্যান্য জেলার। ব্যাংকটির আধুনিক ব্যাংকিং পস্ন্যাটফর্ম 'কর্পোরেট'-এর সুবিধাকে কাজে লাগিয়ে ব্র্যাক ব্যাংক এসব আহত ব্যক্তির 'বিকাশ' ওয়ালেটে সরাসরি এই অর্থ প্রেরণ করে। বিজ্ঞপ্তি