বন্যাদুর্গতদের সহায়তায় দেশবন্ধু গ্রম্নপ
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
দেশে বন্যাদুর্গতদের সহায়তায় ত্রাণসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রম্নপ। শুক্রবার কুমিলস্নার লাকসাম ও বুড়িচং এবং ফেনী জেলার অন্তত আটটি জায়গায় দেশবন্ধু গ্রম্নপের চেয়ারম্যান গোলাম মোস্তফার নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এই ত্রাণ প্যাকেজে ছিল দুই লিটার পানি, এক লিটার ম্যাংগো জুস, এক কেজি চিড়া এবং আধা কেজি মুড়ি ও গুড়। লাকসামে ত্রাণ বিতরণকালে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী ও সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও দেশবন্ধু গ্রম্নপের পক্ষে কার্যক্রমে অংশ নেন দেশবন্ধু ফুড অ্যাড বেভারেজের সিওও ইদ্রিসুর রহমান, ডিজিএম মার্কেটিং রবিউল ইসলাম, ডিজিএম ইয়াসিন আলী গাজী, ব্র্যান্ড ম্যানেজার আব্দুলস্নাহ আল জাবেরসহ আরও অনেকে। এ সময় দেশবন্ধু গ্রম্নপের চেয়ারম্যান গোলাম মোস্তফা আশাবাদ ব্যক্ত করেন দেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠান এবং কর্পোরেট সংস্থাগুলো যারা আছে তারাও যেন এসব অসহায় বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে পাশে এগিয়ে আসে। উলেস্নখ্য, দেশের যে কোনো দুর্যোগে বরাবরই মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ায় দেশবন্ধু গ্রম্নপ। করোনা মহামারি থেকে শুরু করে রমজানসহ বিভিন্ন সময়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রি করে জনগণের প্রশংসা কুড়িয়েছে দেশের বৃহৎ এই শিল্পগ্রম্নপটি। বিজ্ঞপ্তি