শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক দিনের বেতন

  ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক দিনের বেতন

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় অসহায় মানুষজন সীমাহীন দুর্ভোগে দিনাতিপাত করছেন। এই বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা প্রদানের জন্য সরকারের গঠিত ব্যাংক হিসাবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় এর হিসাব নম্বর ০১০৭৩৩৩০০৪০৯৩ 'প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল' এ চেকের মাধ্যমে জমা প্রদান করা হয়েছে।

এমআরএর সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো বছরব্যাপী দেশের প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে। যেকোনো দুর্যোগকালে সামনের সারিতে প্রত্যক্ষভাবে কাজ করে প্রতিষ্ঠানগুলো। ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি তাদের নিজস্ব তহবিল বা উন্নয়ন সহযোগী সংস্থা হতে প্রাপ্ত অর্থ দ্বারা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম যেমন: প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও কারিগরি শিক্ষা কার্যক্রম, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা, শিক্ষাবৃত্তি প্রদান ইত্যাদি শিক্ষা কার্যক্রম, মেডিকেল বা চিকিৎসা ক্যাম্প পরিচালনা, হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার স্থাপন ইত্যাদি স্বাস্থ্যসেবা কার্যক্রম, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, প্রতিবন্ধী পুনর্বাসন, এতিমখানা পরিচালনা, এবং কৃষি, মৎস্য ও গবাদি পশু পালনে সহায়তাকরণ ইত্যাদি সম্পাদন করে থাকে। গ্রাহকদের দারিদ্র্য নিরসনসহ সার্বিক উন্নয়নে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বছরভিত্তিক ক্রমপুঞ্জিভূত উদ্বৃত্তের প্রায় ২০ শতাংশ দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় করে।

বিগত পাঁচ অর্থবছরে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সামাজিক কার্যক্রমে ব্যয়ের পরিমাণ যথাক্রমে ৫৪০ কোটি টাকা, ৪৭৮ কোটি টাকা, ৪৪৩ কোটি টাকা, ৫৭০ কোটি টাকা এবং ৮১৮ কোটি টাকা। উক্ত অর্থ এমআরএ'র অনুমোদনক্রমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ক্রমপুঞ্জিভূত উদ্বৃত্তের অর্থ থেকে ব্যয় করে থাকে।

কোভিড-১৯ মোকাবিলায় প্রতিষ্ঠানগুলো ফ্রন্ট লাইনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোভিড ১৯ মোকাবিলায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ৮০৩ কোটি টাকার সহায়তা প্রদান করে। খাদ্য, অর্থ, করোনা টেস্ট সহায়তা, সচেতনতা, নিবেদিত হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা সরঞ্জামাদি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে