শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দরপতনের বৃত্তেই পুঁজিবাজার

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
দরপতনের বৃত্তেই পুঁজিবাজার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। যদিও এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিনশেষে ৩৩.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৪.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮৫.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ্‌ সূচক ৩.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৭.০৯ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭.৪৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে এদিন ৩৩.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ৩৪২টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ৫৬৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৫০ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ আগস্ট ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৭০০.৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ্‌ সূচক ১.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২২০.৯৯ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৮৮.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১২৪টির, কমেছিল ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৯৬৫টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ১৮৭ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৫৮ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা। সে হিসেবে গতকাল লেনদেন বেড়েছে ১৯২ কোটি ২০ লাখ ৭৫ হাজার টাকা।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দিন শেষে সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৫ শতাংশ বা ১০৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ২৬৮.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২২২ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৮১৮ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে