এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দর পতন
প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
অর্থ বাণিজ্য ডেস্ক
এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত আট মাসে সর্বোচ্চে পৌঁছেছিল। তবে পরবর্তী সময়ে পণ্যটির চাহিদা কমেছে। পাশাপাশি ইউরোপেও প্রাকৃতিক গ্যাসের দাম নিম্নমুখী হয়েছে। এসব কারণে চলতি সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দর পতন হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
শিল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় অক্টোবরে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৩ ডলার ৮০ সেন্ট, গত সপ্তাহে যা ছিল ১৪ ডলার ১০ সেন্ট। ডাটা অ্যান্ড অ্যানালিটিকস ফার্ম কেপলারের প্রাকৃতিক গ্যাস ও এলএনজি বিশ্লেষক আনা সুবাসিক বলেন, '?পূর্ব এশিয়ায় ঊর্ধ্বমুখী তাপমাত্রায় বিদু্যতের যথেষ্ট চাহিদা রয়েছে। তবে এলএনজির দাম বেশি হওয়ায় আমদানিকারকরা ক্রয় কমিয়েছেন, যা জ্বালানি পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া আগামী সপ্তাহেও এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম বাড়তে পারে।'
তিনি জানান, ?এ সময় জাপান ও দক্ষিণ কোরিয়ায় বিদু্যৎ খাতে গ্যাস ব্যবহার ঊর্ধ্বমুখী থাকায় স্পট মার্কেটে এলএনজির কিছুটা চাহিদা থাকতে পারে। তবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আমদানিকারকরা দাম না কমা পর্যন্ত জ্বালানি পণ্যটির ক্রয় বন্ধ রাখবে বলে ধারণা করা হচ্ছে।
উলেস্নখ্য, চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার ডারউইনে ইচথিস এলএনজি পস্ন্যান্টে দুটি ট্রেনের মধ্যে একটি থেকে সরবরাহ ব্যাহত হওয়া সত্ত্বেও এলএনজির দাম কমেছে। ইউরোপে এসঅ্যান্ডপি গেস্নাবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার অক্টোবরে সরবরাহ চুক্তিতে নর্থ-ওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার বাজার আর্দশের দাম স্থির করেছে প্রতি এমএমবিটিইউতে ১২ ডলার ৪৭ সেন্ট। এছাড়া নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের ভার্চুয়াল ট্রেডিং পয়েন্ট টিটিএফে প্রতি এমএমবিটিইউতে দশমিক ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।
আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১২ ডলার। অন্যদিকে স্পার্ক কমোডিটিস সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১০ ডলার ৪১১ সেন্ট।
আনা সুবাসিক জানান, ইউরোপের দেশগুলোয় তাপমাত্রা কমেছে। চলতি সপ্তাহের শেষে আরও কমতে পারে। এছাড়া বিদু্যৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে বিদু্যৎ উৎপাদনও বাড়তে পারে। এসব কারণে চলতি সপ্তাহে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে।
এদিকে স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানিয়েছেন, শুক্রবার থেকে টানা দ্বিতীয় সপ্তাহের মতো আটলান্টিক সাগরপথে এলএনজি পরিবহণের ব্যয় কমে দৈনিক ৬১ হাজার ৫০০ ডলারে নেমেছে।