শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল চালুর উদ্যোগ

  ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল চালুর উদ্যোগ

চলমান বন্যা পরিস্থিতিতে পণ্যবাহী কন্টেইনার পরিবহণ অনেক ক্ষেত্রেই শ্লথ হচ্ছে। এতে দেশের আমদানি-রপ্তানির গতি বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি বিবেচনায় এনে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম নৌপথ ব্যবহার করে আমদানি রপ্তানি গতিশীল রাখার লক্ষ্যে পানগাঁওস্থ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি ব্যবহারের জন্য সার্বিকভাবে প্রস্তুত করা হয়েছে। আমদানি-রপ্তানিকারকরা পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ব্যবহার করতে পারেন। বিভিন্ন জাহাজ কোম্পানির পর্যাপ্ত ইনল্যান্ড জাহাজ এবং চট্টগ্রাম বন্দরের সব ধরনের লজিস্টিকস্‌ সুবিধাদি এই কার্যক্রমের জন্য সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। এ অবস্থায়, বিজিএমইএ-বিকেএমইএ-সহ সব আমদানি-রপ্তানিকারকদের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের মাধ্যমে নৌপথযোগে আমদানি-রপ্তানির ধারা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে