সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ৩১.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। লেনদেন কমেছে ২২০ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭০০.৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২০.৯৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৮.১২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। অর্থাৎ পুঁজিবাজারে এদিন ৩১.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৯৬৫টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ১৮৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫৮ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা।
এদিকে আগের কার্যদিবসে অর্থাৎ ২২ আগস্ট ডিএসই'র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৫ শতাংশ বা ৯২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৬৯৯.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২১৯.০৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৯০.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৫১টির, কমেছিল ২১০টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৮.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৯৭১টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ১৭৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৭৮ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা। সে হিসেবে গতকাল লেনদেন কমেছে ২২০ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকা।