বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

ইউক্রেনে রেকর্ড সয়াবিন উৎপাদনের সম্ভাবনা

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
ইউক্রেনে রেকর্ড সয়াবিন উৎপাদনের সম্ভাবনা

ইউক্রেনে চলতি বছর রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে এএসএপি এগ্রো এগ্রিকালচার কনসালট্যান্সি। এ সময় সয়াবিনের আবাদযোগ্য অঞ্চল বাড়ার সম্ভাবনায় উৎপাদন বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এএসএপি এগ্রো জানায়, চলতি বছর ইউক্রেনে রেকর্ড ৫৭ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে। গত বছর দেশটির সয়াবিন উৎপাদনের পরিমাণ ছিল ৫০ লাখ টন।

প্রতিবেদনে এএসএপি আরও জানায়, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও চলতি বছর ইউক্রেনে সয়াবিন উৎপাদনের পূর্বাভাস সংশোধন করা হয়েছে। রাষ্ট্রীয় স্ট্যাটিস্টিকসের সার্ভিসের তথ্যানুযায়ী, চলতি বছর দেশটিতে রেকর্ড ২৬ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে সয়াবিন চাষ হতে পারে। কনসালট্যান্সি প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০২৪-২৫ মৌসুমে ইউক্রেনে সয়াবিন রপ্তানির পরিমাণ হতে পারে ৩১ টনেরও বেশি।

এদিকে ইউক্রেনে গত মাসে রেকর্ড তাপমাত্রার কারণে প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলগুলোয় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল উৎপাদন। ইউক্রেনের একটি প্রধান কৃষি উৎপাদক গ্রম্নপ ইউক্রেনীয় এগ্রারিয়ান কাউন্সিলের ডেপুটি প্রধান ডেনিস মার্চুকের দেয়া তথ্যানুযায়ী, এ কারণে চলতি বছর দেশটিতে ভুট্টা উৎপাদন প্রায় ৬০ লাখ টন কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে