লা নিনায় প্রভাবিত হতে পারে বৈশ্বিক পণ্যবাজার

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) অনুমান অনুসারে, এল নিনোর পরবর্তী ধাপে শুরু হতে পারে লা নিনা। এটির প্রভাব বিশ্বের বিভিন্ন অংশে ভিন্ন হতে পারে। এতে প্রভাবিত হতে পারে বৈশ্বিক পণ্যবাজার। বিশ্লেষকদের মতে, আবহাওয়া পরিস্থিতির এমন পূর্বাভাসে একদিকে সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে, অন্যদিকে কোনো কোনো দেশে তৈরি হয়েছে কৃষিপণ্যের উৎপাদন বাড়ার সম্ভাবনা। লা নিনা আবহাওয়া পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষিপণ্য। অতিরিক্ত বৃষ্টিপাতে বন্যার ঝুঁকি বাড়তে পারে। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ফসল উৎপাদন ও মজুদ। তবে এ সময় ব্রাজিলে অতিরিক্ত বৃষ্টিপাতে বাড়তে পারে সয়াবিন উৎপাদন। ফলে নিম্নমুখী হতে পারে পণ্যটির দাম। অন্যদিকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় এ সময় চাল ও পাম অয়েলের উৎপাদন বাড়তে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শুষ্ক আবহাওয়া আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা প্রভাব ফেলবে গম ও তুলা উৎপাদনে। তবে দেশটির মধ্য-পশ্চিম অঞ্চলে সয়াবিন উৎপাদন বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে পূর্ব এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় বৈশ্বিক ধাতব পণ্যের বাজার, খনি এবং পরিবহণ কার্যক্রম বৃষ্টিপাত ও বন্যায় ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে ফিউচার অ্যান্ড কমোডিটি মার্কেট এক্সপার্ট জাফের এরজেজেন বলেন, 'লা নিনা আবহাওয়া পরিস্থিতির প্রভাব বিশ্বের বিভিন্ন অংশে ভিন্ন হতে পারে।