হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি আগের তুলনায় কমেছে। এতে একদিনের ব্যবধানে পাইকারিতে পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ৫-৭ টাকা। পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে। একদিনের ব্যবধানে প্রতি কেজি আমদানিকৃত ও দেশি পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমেছে। এর আগে পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৩-৮৫ টাকায়। বর্তমানে তা কেজিপ্রতি ৮৮-৯০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় প্রতি কেজি আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা একদিন আগে ছিল ৮০ টাকা। এছাড়া বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ টাকায়, যা একদিন আগে ছিল ১১০ টাকা। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু হাসনাত বলেন, 'স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও এর পরিমাণ কমেছে। এতে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহও নিম্নমুখী। এছাড়া বর্তমানে দেশি পেঁয়াজের মৌসুম শেষপর্যায়ে। এ কারণে অধিকাংশ কৃষকের কাছে পেঁয়াজ নেই। কিছু কৃষকের কাছে থাকলেও তারা স্বল্প পরিমাণে বাজারে ছাড়ছেন। সেই সঙ্গে মোকামে আড়তদাররা পেঁয়াজ মজুত করে দাম বাড়াচ্ছেন। বাড়তি দামে কেনায় সামঞ্জস্য রেখেই আমাদের বিক্রি করতে হচ্ছে।' পেঁয়াজ ব্যবসায়ী আইয়ুব হোসেন বলেন, '?হিলি স্থলবন্দর দিয়ে এর আগে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে তা কমে ৭-১০ ট্রাকে নেমে এসেছে। এর আগে বন্দর থেকে প্রতি কেজি পেঁয়াজ ৮৩ টাকায় কিনেছি, যা বর্তমানে ৯০ টাকা।' হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, '?কয়েকদিন ধরে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে কেজিপ্রতি ৮৩ টাকায় নেমে এসেছিল। এ কারণে আমদানিকারকদের আমদানি করে লোকসান গুনতে হচ্ছিল। ফলে তারা আমদানি কমিয়ে দেয়। এতে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী। তবে বর্তমানে দাম বাড়ায় আবারো আমদানিকারকরা ভারতের পেঁয়াজ লোডিং শুরু করেছেন। এতে শনিবার থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি আবার বাড়তে পারে।'