বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

বিএসইসির দুই কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
বিএসইসির দুই কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন সম্পন্ন হয়েছে। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বিএসইসির এই কমিশনের দুই কমিশনার হলেন ড. এটিএম তারিকুজ্জামান এবং মো. মহসিন চৌধুরী।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে দুই কমিশনারের মাঝে দাপ্তরিক দায়িত্ব পুনর্বণ্টন করে দেওয়া হয়।

দায়িত্ব পুনর্বণ্টনের পর কমিশনারদের মাঝে ড. এটিএম তারিকুজ্জামান পেয়েছেন চিফ অ্যাকাউন্ট বিভাগ, করপোরেট ফাইন্যান্স বিভাগ, ডেরিভেটিভস বিভাগ, আইসিটি বিভাগ, আইন বিভাগ এবং মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্ব।

আর কমিশনার মো. মহসিন চৌধুরী পেয়েছেন অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগ, ইসু্যয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ, এনফোর্সমেন্ট বিভাগ, মার্কেট ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, আর অ্যান্ড ডি এবং এপিএ, এসডিজি, এনআইএস ও ইনোভেশনের দায়িত্ব।

সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে গত ১১ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে