বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

'নগদ'-এ পুরনো বোর্ড এবং সিইও থাকবে না

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
'নগদ'-এ পুরনো বোর্ড এবং সিইও থাকবে না

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ'-এ প্রশাসক নিয়োগের কারণে পুরনো বোর্ড ও প্রধান নির্বাহী থাকবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়োগ পাওয়া প্রশাসক বদিউজ্জামান দিদার। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে দায়িত্ব নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রশাসক জানান, নগদের এখনো পরিপূর্ণ লাইসেন্স নেই। তবে আইন অনুযায়ী ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। তাই আগামী এক বছর প্রতিষ্ঠানটিকে নেতিবাচক অবস্থান থেকে ফিরিয়ে এনে পরিপূর্ণ লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করবেন বলে তিনি জানান।

তিনি বলেন, নগদ এতদিন যেভাবে ব্যবসা করে আসছিল সেভাবেই করবে। শুধু কাঠামোগত পরিবর্তন করা হতে পারে। আর প্রয়োজন মনে হলে যেকোনো সময় নিরীক্ষা করা হবে। এছাড়া কারো চাকরি যাবে।

এর আগে গত বুধবার নগদ-এ প্রশাসক নিয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক। আগামী এক বছর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদার নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর অভ্যন্তরীণ আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

প্রশাসককে তার কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগদ-এ আরও ছয় কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উলস্নাহ, পলাশ মন্ডল, উপ-পরিচালক চয়ন বিশ্বাস, মো. আইয়ুব খান এবং মতিঝিল অফিসের যুগ্ম পরিচালক আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ'-এর যাত্রা ২০১৯ সালের ২৬ মার্চ। শুরু থেকেই 'রাজনৈতিক প্রভাব খাটিয়ে লাইসেন্স ছাড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছে মোবাইলে আর্থিক সেবা নগদ। এরপর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিদায়ী সরকারের সময় লাইসেন্স নেয় নগদ ডিজিটাল ব্যাংক। নথিপত্রে ঘাটতি থাকার পরও এই অনুমোদন দেন সাবেক গভর্নর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে