সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৩৮.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৬৫ শতাংশ বা ৯২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৯.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১৭.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৯.০৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৪২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯০.৫৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১ টির, কমেছে ২১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে এদিন ৩৮.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৯৭১টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ১৭৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২১ আগস্ট ডিএসই'র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮৯ শতাংশ বা ১০৮.৩৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৬০৬.৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২৮.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২০১.৪১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৪৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৭.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচু্যয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১১ টির, কমেছিল ৩৭১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ১২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৮৫ লাখ ২৯ হাজার ২০৪টি শেয়ার ৮৬ হাজার ৬৮ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৩৬ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার টাকা। সে হিসেবে বৃহস্পতিবার লেনদেন বেড়েছে ২৪১ কোটি ৭১ লাখ ৭৮ হাজার টাকা।