বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

পর্ষদ ভেঙে ইসলামী ব্যাংকে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
নতুন চেয়ারম্যান মো. ওবায়েদ উলস্নাহ আল মাসুদ

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার নিয়োগ অনুমোদন দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

নতুন নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উলস্নাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল-আরাফাহ ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম।

এর আগে গত বুধবার সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণ দেন গভর্নর। তিনি বলেন, ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক দিয়ে বোর্ড পুনর্গঠন করা হবে।

ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও পর্ষদে পরিচালক নিযুক্তি প্রসঙ্গে বলা হয়, 'ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৭ এর উপ-ধারা (১) এবং ধারা ৪৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদ ২২ আগস্ট ২০২৪ তারিখের আদেশ নং: বিআরপিডি (বিএমএমএ) ৬৫১/৯ (৬) ডিএ/২০২৪-৭৩৩৪ এর মাধ্যমে অবিলম্বে কার্যকর করে বাতিল করা হয়েছে। ২. আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের নিমিত্তে নিম্নবর্ণিত ব্যক্তিদের স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করা হলো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে