ইস্টার্ন ব্যাংকের ওঝঙ ৯০০১:২০১৫ সনদ লাভ

প্রকাশ | ২২ আগস্ট ২০২৪, ০০:০০

বিজ্ঞপ্তি
গুণগত মান ব্যবস্থাপনা সিস্টেমের (ছগঝ) এর সব শর্ত ও চাহিদা পূরণ সাপেক্ষে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) সব রিস্ক ডিভিশন বিশ্বব্যাপী স্বীকৃত এবং সম্মানজনক ওঝঙ ৯০০১:২০১৫ সনদ লাভ করেছে। এই ডিভিশনগুলো হলো- ঝুঁকি ব্যবস্থাপনা, ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা, রিটেইল ঝুঁকি এবং ক্রেডিট এডমিনিস্ট্রেশন। বু্যরো ভেরিটাসের কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদ ২১ আগস্ট ঢাকাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারের হাতে সনদপত্রগুলো তুলে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও প্রধান এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং আইসিসি ও ক্যামএলকো বিভাগ প্রধান মাহমুদুন্নবী চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ প্রধান সাইফুল ইসলাম; বু্যরো ভেরিটাসের সিআইএফ অপারেশন ম্যানেজার মুকুট কে. বড়ুয়া, সার্টিফিকেশন ম্যানেজার মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি