ডিএসই পরিচালকের শেয়ার কারসাজি তদন্তে বিএসইসি

প্রকাশ | ২২ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. আব্দুলস্নাহ আল মাহমুদের শেয়ার কারসাজি অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০ আগস্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই তদন্ত কমিটিতে রয়েছেন- বিএসইসির পরিচালক মো. আবুল কালাম, অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ রাকিবুর রহমান এবং উপ-পরিচালক মোহাম্মাদ আসিফ ইকবাল। একটি জাতীয় দৈনিকে ডিএসইর এই পরিচালকের শেয়ার কারসাজি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। তার প্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত কমিটি গঠন করা সংক্রান্ত বিএসইসির নির্দেশনায় উলেস্নখ করা হয়, প্রতিবেদনে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. আব্দুলস্নাহ আল মাহমুদ বিধি লঙ্ঘন করে কারসাজির মাধ্যমে ৩টি বিও অ্যাকাউন্টে ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছেন এবং ড. আব্দুলস্নাহ আল মাহমুদ ডিএসই'র পরিচালক পদে থাকার কারণে কোম্পানির গোপন সংবাদের সুযোগ কাজে লাগিয়ে পুঁজিবাজারে আস্থার সংকট তৈরি করেছে। যার ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।